বটিয়াঘাটা প্রতিনিধি : “পুলিশ জনতা হাতে হাত,অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ” এই শ্লোগান কে সামনে রেখে বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে মঙ্গলবার বেলা ১১ টায় স্থানীয় থানা চত্ত্বরে “ওপেন হাউজ ডে” উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা বটিয়াঘাটা থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ মোস্তফা হাবিবুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ আব্দুল্লাহ বিন কালাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ মনিরুজ্জমান, সাংবাদিক মহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক এস,এম ভুট্টো, সাংবাদিক শাহীন বিশ্বাস,পরিতোষ রায়, সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মানস পাল, ইউপি সদস্য নজরুল ইসলাম খাঁন সহ পুলিশিং কমিটির সদস্যবৃনন্দ, থানা পুলিশের এস,আই, এ এস,আই ও পুলিশসহ ইউনিয়ন চৌকিদার ও দফাদারবৃন্দ, এবং গন্যমান্য ব্যক্তিবর্গ।