বটিয়াঘাটা-দাকোপের মানুষের কাছে সংবর্ধনা নয় আশির্বাদ চাই : হুইপ পঞ্চানন বিশ্বাস

প্রকাশঃ ২০১৯-০২-২২ - ২১:০৫

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা-দাকোপের মানুষ আমাকে বিপুল ভোটে বিজয়ী করায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে মহান জাতীয় সংসদের হুইপ মনোনীত করেছেন। তাই সংবর্ধনা নয় আমি শুধু আপনাদের আশির্বাদ চাই। প্রধান মন্ত্রীর ইচ্ছা শহরকে গ্রামের কাছে নিয়ে যাবেন। তাই গ্রামের সকল প্রকার অবকাঠামোর উন্নয়নে কাজ করতে চেষ্টা চাই। জাতীয় সংসদ চলাকালিন সময় ছাড়া অন্য যে কোন সময়ে আমি আপনাদের কাছে থেকে বাড়ি বাড়ি যেয়ে খোঁজ খবর নেয়ার চেষ্টা করব। খুলনা-১ আসন থেকে নির্বাচিত এমপি পঞ্চানন বিশ্বাস জাতীয় সংসদের হুইপ মনোনীত হওয়ায় বটিয়াঘাটা উপজেলা বাসীর পক্ষ থেকে দেয়া সংবর্ধনার জবাবে তিনি এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের বিভিন্ন কর্মকান্ডে খুশি হয়ে বাংলাদেশের মানুষ বিপুল ভোটের ব্যবধানে দলীয় প্রার্থীদের সারা দেশে নির্বাচিত করেছেন। এখন দেশে দারীদ্রতার হার কমেছে। বিভিন্ন ভাতা প্রতিটি পরিবার লাভ করছে। আমি নিজেকে সকল প্রকার দুর্নীতির উর্ধে রেখে মানুষের সেবায় কাজ করে যাব। চলমান সকল প্রকার উন্নয়ন মূলক কাজ দ্রুত শেষ করার ইচ্ছা রয়েছে। দুর্নীতি, মাদক ব্যসায়ী আর ভূমি দস্যুদের সাথে কোন আপোষ নেই। তাদের নির্মূল করতে যা কিছু করা প্রয়োজন অবশ্যই করা হবে। স্বাধীনতা বিরোধিদের অবশ্যই ক্ষমা চাইতে হবে। স্কুল কলেজ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে যা কিছু করা প্রয়োজন চেষ্টা করা হবে। তিনি দলের মধ্যে সকল প্রকার বিভেদ ভুলে এক হয়ে কাজ করার আহবান জানান। বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাধারণ সম্পাদক দিলিপ কুমার হালদার। আওয়ামীলীগ নেতা পলাশ কুমার রায় ও বিবেক বিশ্বাসের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট নব কুমার চক্রবর্তী, বটিয়াঘাটা থানার ওসি রবিউল কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বুলু রায় গাঙ্গুলী। বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, শেখ হাদী উজ্জামান হাদী, মিজানুর রহমান মিলন গোলদার, রবীন্দ্র নাথ দত্ত, মিজানুর রহমান বাবু, মানষ পাল, উপজেলা কৃষকলীগ আহবায়ক গৌরদাস ঢালী, যুগলীগের আহবায়ক অনুপম বিশ্বাস, সাবেক ছাত্র লীগ নেতা ও জেলা সৈনিক লীগের সভাপতি সাংবাদিক এসএম ফরিদ রানা, আজিজুর রহমান, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্র লীগ সভাপতি অরিন্দম গোলদার প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন, সিনিয়র আওয়ামল লীগ নেতা অধ্যাপক ফিরোজুর রহমান, শিবপদ মন্ডল, রবীন্দ্র নাথ ঢালী, সাবেক ইউপি সদস্য খোকন মল্লিক, কৃষক লীগ নেতা মোস্তাফিজুর রহমান, সাবেক যুবলীগ নেতা ভাইস চেয়ারম্যান প্রার্থী রাসেল কবির, চয়ন বিশ্বাসসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃদ্ধ, শুধিজন।