বটিয়াঘাটায় প্রতিপক্ষের হামলায় বয়োবৃদ্ধ দম্পতি জখম

প্রকাশঃ ২০২০-০৭-০১ - ১৮:৪৩

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা উপজেলার হাটবাটী এলাকায় জমাজমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ শিশির মন্ডল গংদের হামলায় বয়োবৃদ্ধ দম্পতি গুরুত্বর রক্তাক্ত জখম হয়ে খুমেক হাসপাতালে ভর্তি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২৪ জুন সন্ধ্যা ৬ টার দিকে। গুরুত্বর জখম দম্পতির মধ্যে দিপ্তী মন্ডলের অবসস্থা আশংকাজনক বলে জানা গেছে। এ ব্যাপারে থানায় বুধবার এজাহার দায়ের হয়েছে।
এজাহার ও ভূক্তভোগী সুত্রে প্রকাশ, উপজেলার হাটবাটী গ্রামের বিতান মন্ডলের সাথে বেশ কিছুদিন ধরে ওই একই এলাকার মৃতঃ ধীরেন মন্ডলের দুই পুত্র শিরির মন্ডল ও প্রশান্ত মন্ডলের মধ্যে বসতবাড়ীর সীমানা ভোগ দখল করাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো। গত ২৪ জুন সন্ধ্যা ৬ টার দিকে শিশির গং বিতান মন্ডলের বাড়ির মধ্যে ঢুকে অকথ্য গালিগালাজ করতে থাকে। বিতানের স্ত্রী প্রতিবাদ করলে আসামী প্রশান্ত মন্ডরের হুকুমে শিশির মন্ডল লোহা রড দিয়ে দিপ্তি মন্ডলের মাথায় খুন করার উদেশ্যে সজোরে বাড়ি মেরে মাথা ফাটিয়ে জখম করে। এ সময় অন্যান্য আসামীরা বাঁশের লাঠি দিয়ে তাকে বেদম মারপিট সহ বিবস্ত্র করে শ্লীলতাহানী ঘটায় ও তার কাছে থাকা ৬ আনা ওজনের একটি কানের দুল ছিনিয়ে নেয়। দিপ্তীকে বাঁচাতে তার বৃদ্ধ স্বামী বিতান মন্ডল এগিয়ে এলে শিশির গং তাকেও রড ও বাঁশের লাঠি দিয়ে এলাপাতাড়ি মারাপিট করে নীলাফোলা জখম করে। তাদের ডাকচিৎকারে পার্শ্ববর্তী লোকজন ছুটে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গুরুত্বর রক্তাক্ত জখম হওয়া দিপ্তী মন্ডলের নাক, মুখ ও কান দিয়ে রক্ত বের হতে থাকলে মূমূর্ষ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য খুমেক হাসপাতালে প্রেরণ করে। তার অবস্থা আশংখাজনক বলে জানা গেছে। বয়োবৃদ্ধ বিতান মন্ডল কিছুটা সুস্থ্য হয়ে বুধবার থানায় এজাহার দাযের করেছে।