বটিয়াঘাটা বাজারে গুজবে লবন শেষ

প্রকাশঃ ২০১৯-১১-১৯ - ২০:০৯

বটিয়াঘাটা : বটিয়াঘাটা হাটে মঙ্গলবার বিকেলে গুজব রটে যায় লবনের মূল্য বেড়ে গেছে। এ সংবাদে সাপ্তাহিক হাটে উপস্থিত ক্রেতাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। সবাই লবন কেনার জন্য বিভিন্ন দোকানে ভিড় জমায়। প্রয়োজন না থাকলেও অনেককে লবন কিনতে দেখা গেছে। প্রত্যেকের হাতে ২-৫ কেজি লবন ছিল। মুহুর্তের মধ্যে হাটের বিভিন্ন দোকানের লবন শেষ হয়ে যায়। ২০ টাকা কেজি দরের লবন ৩৫-৪০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখা যায়। তার পরও মানুষ লবন কিনতে হুমড়ি খেয়ে পড়ে।
সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জিয়াউর রহমান সংবাদ পেয়ে বাজারে পুলিশ পাঠিয়ে দেন। এ সময় পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ব্যবসায়ীরা পূর্বের মূল্যে লবন বিক্রি করে। প্রশাসনের পক্ষ থেকে মাইক যোগে গুজবে কান না দেয়ার জন্য বলা হয়।
এদিকে উপজেলার জলমা ইউনিয়নে মোহাম্মদনগর এলাকায় স্লুইচ গেটের নিকট মুদী ব্যবসায়ী নজরুল ইসলাম লবনের মূল্য বৃদ্ধিতে বিক্রি করতে থাকেন। সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আহমেদ জিয়াউর রহমান ভ্রম্যমান আদালত পরিচালনা করে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন।