বটিয়াঘাটা প্রতিনিধি : ব্লাক বেঙ্গল জাতের ছাগল উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় বটিয়াঘাটা উপজেলা প্রাণি সম্পদ অধিদপ্তরের আয়োজনে সোমবার বেলা ১১টায় স্হানীয় অফিস চত্বরে ছাগল প্রদর্শনী মেলা উপলক্ষ্যে এক ব্যালি ও পুরষ্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার এর স্বাগত বক্তৃতার মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এস এম আউয়াল হক।বক্তৃতা করেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মনিরুল মামুন, সমাজসেবা কর্মকর্তা অমিত কুমার সমাদ্দার, ভেটেরিনারি সার্জন ডাঃ প্রীতিলতা দাস,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ,প্রাণি সম্পদ অফিসার মৃন্ময়ী সরকার মিনু।প্রদর্শণীতে ৬০ জন ছাগল পালনকারী খামারী তাদের উন্নত জাতের ছাগল প্রদর্শন করেন।