বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা রানার্স গ্রুপ এর সম্পাদক আ’লীগ নেতা নৃপেন বিশ্বাস এর পিতা ঠাকুর দাস বিশ্বাস বার্ধক্য জনিত জটিলতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তিনি এলাকার একজন সহজ, সরল, ধর্মপ্রাণ ব্যাক্তি ছিলেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে হেতালবুনিয়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঠাকুর দাস বিশ্বাস বার্ধক্য জনিত জটিলতায় দীর্ঘ দিন অসুস্থ্য ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮০ বছর। তিনি দুই কন্যা, এক পুত্র ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর খবর শুনে বটিয়াঘাটা রানার্স গ্রুপের সদস্য, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং আ’লীগ নেতৃবৃন্দ তার বাড়িতে যান এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। পারিবারিক সুত্রে জানা গেছে, হেতালবুনিয়া মহাশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।