বটিয়াঘাটা (খুলনা) : আজ মঙ্গলবার ছিল বটিয়াঘাটায় সাপ্তাহিক হাটের দিন। প্রায় সাত ইউনিয়নের মানুষই মঙ্গলবার এখানে কেনাকাটা করেন। সকাল থেকে রাত দশটা পর্যন্ত বাজার চলে। শতাধিক কাঁচামালের দোকান হাটে বসলেও কোন দোকানে পিঁয়াজ ছিল না। তাই কোন ক্রেতাই পিঁয়াজ কিনতে পারেনি।
বাজার করতে এসেছেন বটিয়াঘাটা ইউনিয়নের মাইলমারা গ্রামের রামচন্দ্র। তিনি বলেন, অন্যান্য তরকারী কিনতে পারলেও হাটে কোন দোকানে পিঁয়াজ নেই। তাই পিঁয়াজ ছাড়াই এ সপ্তায় তরকারী রান্না করে খেতে হবে।
গঙ্গারামপুর ইউনিয়নের দেবীতলা গ্রামের নগেন্দ্র নাথ মন্ডল বলেন, বাজার করতে এসে পিঁয়াজের ঝাজ দেখে ফিরে যেতে হয়। এ হাটে পিঁয়াজ নেই ঝাজও নেই। জানিনা কবে পিঁয়াজ কিনতে পারব।
বাজারের কাঁচামাল ব্যবসায়ী ফরহাদ হোসেন বলেন, পিঁয়াজের মূল্য প্রতিদিন কমতে শুরু করেছে। তাই আমরা আনতে সাহাস পাচ্ছি না। এখন অতিরিক্ত মূল্যে পেঁয়াজ কিনে লোকসানে পড়ার সম্ভাবনা রয়েছে।