সাতক্ষীরা প্রতিনিধি : বাংলাদেশে ১৯৮৯ সাল থেকে ২০১৭ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ৫ হাজার ৫৮৬ জন নারী-পুরুষ এইচআইভি এইডস আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৯২৪ জন। ২০১৭ সালে (এক বছরে ) বাংলাদেশে এইচআইভি এইডস আক্রান্তের সংখ্যা ৮৬৫ জন । এর মধ্যে ৬৩৯ জন পুরুষ , ২১৩ জন নারী ও ১৩ জন হিজড়া রয়েছে। সাতক্ষীরায় এইচআইভি এইডস প্রতিরোধ বিষয়ক এক কর্মশালায় এসব তথ্য তুলে ধরা হয়।
আজ বুধবার সকাল ১০ টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। “লাইট হাউস” নামের একটি বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এই কর্মশালার আয়োজন করে।
সাতক্ষীরা সিভিল সার্জন ডা: তওহীদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেরিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, ভয়েস অব সাতক্ষীরা ডটকম সম্পাদক এম কামরুজ্জামান, কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আকছেদুর রহমান, সাতক্ষীরা জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন-অর-রশিদ, সাতক্ষীরা পৌরসভার মহিলা কমিশনার ফারহা দীবা খান সাথি প্রমুখ।
দিনব্যাপী এই কর্মশালায় মরণব্যাধী এইচআইভি এইডস প্রতিরোধে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহবান জানিয়ে বক্তারা বলেন, সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষকে এ বিষয়ে সচেতন করতে হবে। তানাহলে এইডস প্রতিরোধ করা সম্ভব নয়।
কর্মশালায় সরকারি কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, জনপ্রতিনিধি,আইনজীবী, ধর্মীয় নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন।