খুলনা অফিস : খুলনার রূপসা উপজেলার শিয়ালী গ্রামে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়ের মূর্তি ও বাড়িঘর ভাঙচুর এবং লুটপাটের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের অঙ্গসংগঠনের আয়োজনে গত ১৩ আগষ্ট শুক্রবার নগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্রী শুভ্র বিশ্বাস। অন্যনের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি বাবু কৃষ্ণ নন্দী, সাধারণ সম্পাদক সুশান্ত কুমার কুন্ডু, নির্বাহী সভাপতি এ্যাডভোকেট রামকৃষ্ণ বিশ্বাস, এ্যাডভোকেট সমর চন্দ্র মন্ডল, এ্যাড. অসিত বরণ তরফদার, অশোক গোলদার, এ্যাডভোকেট বিধান চন্দ্র সাহা, সজল দাস, মিন্টু কুন্ডু, কৌশিক পাল, তাপস রায়, পলাশ সাহা, নারায়ণ চন্দ্র সরকার, মালয় গাইন,সৌমেন মালাকার, গনেশ শীল, গোপি রায়, কমলেশ সানা, উৎপল ঘোষ, তাপস বিশ্বাস, অসিত দে, শংকর দে, তাপস চক্রবর্তী, অনুকূল মল্লিক, নিলয় সাহা, অসিম কুমার বৈদ্য, এডভোকেট মণিশংকর নাগ, এ্যাডভোকেট কমলের সানা, চিনময় মল্লিক,এ্যাড. দীপঙ্কর রায়, মুরারী মোহন, বাণীব্রতসহ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট জেলা কমিটি, যুব মহাজোট, আইনজীবী মহাজোট, মহিলা মহাজোট, ছাত্র মহাজোট, স্বেচ্ছাসেবক মহাজোটের আরো ৪০০ শত নেতৃবৃন্দ।