রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ বাক স্বাধীনতা মুক্তি পাক মুক্ত চিন্তার চর্চা অব্যাহত থাক শ্লোগানকে সামনে রেখে ও তথ্য প্রযুক্তি আইনে ৫৭ ধারা বাতিলের দাবিতে রূপগঞ্জ প্রেসক্লাব, সিদ্ধিরগঞ্জ রিপোর্টাস ইউনিটি ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। বুধবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউছিয়া এলাকায় ঢাকা-সিলেট মহা-সড়কের পাশে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রিন্ট মিডিয়া ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা জেলার বিভিন্ন ক্লাব থেকে প্রায় ৩’শতাধিক সাংবাদিকরা অংশ নেন। প্রায় দেড় ঘন্টা ধরে মহা-সড়কের পাশে এ কর্মসূচি পালন করেন। এতে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফউদ্দিন সবুজ, নজরুল ইসলাম বাবুল, আসাদুজ্জামান নূর (কালের কণ্ঠ), মুকবুল হোসেন (মাইটিভি), খলিল সিকদার (ইনকিলাব),জাহাঙ্গীর আলম হানিফ(বাংলাদেশ প্রতিদিন), জিএম সহিদ (সকালের খবর), আশিকুর রহমান হান্নান (জিটিভি),। বক্তারা বলেন, বাক স্বাধীনতা রোধ করা ও অন্যায়ভাবে সাংবাদিকদের হয়রানি করার জন্য যে ৫৭ ধারা আইন করা হয়েছে তা অবিলম্বে বাতিল করার দাবি করেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিল্লাল হোসেন রবিন (মানবজমিন), মোস্তাক আহাম্মেদ শাওন ভোরের ডাক), খলিলুর রহমান, শাহাদাৎ হোসেন স্বপন (আরটিভি), তরিকুল ইসলাম নয়ন, এসএম শাহাদাৎ (কালের কণ্ঠ), আব্দুল আলীম, সাইফুল ইসলাম (বাংলা নিউজ), দুলাল ভূইয়া (আমাদের অর্থনিতী, আহাম্মেদ রাসেল (জাগরণ), আল-আমিন মিন্টু (প্রতিদিনের সংবাদ), রুবেল মাহামুদ (নওরোজ), মীর শফিকুল ইসলাম সোজাসাপটা), বিপ্লব (নবচেতনা) মাসুদ পাভেজ, প্রমূখ।