কয়রা(খুলনা)প্রতিনিধিঃ কয়রায় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাসুম বিল্লাল নামের এক মৎস্য ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। জানা গেছে বৃহস্পতিবার বেলা ১১ টায় দেউলিয়া বাজার মৎস্য আড়তে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে অপদ্রব্য পুশ করা ৬০ কেজি বাগদা চিংড়ি সহ মৎস্য ব্যবসায়ী মাসুম বিল্লাকে আটক করে। ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নুর-ই আলম ছিদ্দিকী পুশ করার অপরাধে মাসুম বিল্লাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য অফিসার এস এম আলাউদ্দিন আহমেদ সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।