বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে নিশি এন্টারপ্রাইজের যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে শিশু,বৃদ্ধা মহিলাসহ কমপক্ষে ১৮ জন আহত হয়েছে। শুক্রবার সকালে পিরোজপুর -–খুলনা মহাসড়কে দড়াটানা ব্রীজের পশ্চিম পাশে যাত্রীবাহি বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে। এ সময় বাসে থাকা অন্তত ১৮ জন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। আহতের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুত্বর আহতরা হলেন, আসমা বেগম (৩৮),মঞ্জিরা বেগম (৫০),কলেজ ছাত্র রসূল (১৮)। বাসটি খুলনা,পিরোজপুর,মোড়েলগঞ্জ,কচুয়ার প্রায় অর্ধশত যাত্রী নিয়ে পিরোজপুর থেকে ছেড়ে আসে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাতাব উদ্দিন জানান, নিশি এন্টার প্রাইজের একটি যাত্রীবাহি বাস পিরোজপুর থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসে। দড়াটানা ব্রীজ পার হয়েই বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে। এতে বাসে থাকা ১৮ জন যাত্রী আহত হয় । আহতদের ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালসহ স্থানীয় ক্লিনিকে ভর্তি করে।