বাগেরহাট প্রতিনিধি : ফকিরহাটে সড়ক দূর্ঘটনায় পিনজিরা বেগম (৫০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরহাট উপজেলার পালেরহাট নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। নিহত পিনজিরা বেগম ফকিরহাটের পাগলা উত্তরপাড়া গ্রামের ইনতাজ আলির স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত পিনজিরা বেগম রাস্তা পারাপারের সময় দ্রুতগামি একটি তেলবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। ফকিরহাট থানার উপ পরিদর্শক (এসআই) বিধান চন্দ্র রায় জানান, নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো ব্যবস্থা করছি। ট্রাকটি আটকের জোর চেষ্টা চলছে।