বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে ৫৫ লিটার চোলাই মদসহ বিষ্ণু রবিদাস (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রবিবার রাত সাড়ে দশটার দিকে শহরের নাগের বাজার এলাকার রেলষ্টেশন সুইপার কলোনীতে অভিযান চালিয়ে র্যাব-৬ তাকে আটক করে। এসময় ওই স্থানে তল্যাসী করে ৫৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। আটক বিষ্ণু রবিদাস নাগের বাজার রেলষ্টেশন সুইপার কলোনী এলাকার গনেশ রবিদাসের ছেলে।
র্যাব-৬ এর স্পেশাল কোম্পানী কমান্ডার মেজর মোঃ শামীম সরকার জানান, রেলষ্টেশন সুইপার কলোনীতে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করিতেছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বিষ্ণু রবিদাসকে আটক করা হয়। ওই স্থানে তল্লাসী করে ৫৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। বিষ্ণু রবিদাস দীর্ঘদিন ধরে বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।