বাঘারপাড়ায় সরকারি গাছ কাটার অভিযোগ

প্রকাশঃ ২০১৮-০২-১৬ - ২১:৪০

যশোর: যশোরের বাঘারপাড়া পৌরসভার ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহিন আহাম্মেদের বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে। শুক্রবার তিনি সড়ক ও জনপথ বিভাগের একটি গছে কেটে নিয়েছে। আর এ কাজে বাঁধা দেওয়ায় পুলিশের এক উপ সহকারি পরিদর্শকের সাথে শাহিন আহাম্মেদ অশালিন আচরণ করেছেন। আরও কয়েকটি গাছ কাটার সময় জেলা পরিষদ ও থানা পুলিশের বাঁধায় তা রক্ষা পেয়েছে।

 সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাঘারপাড়া পৌরসভার এক নং ওয়ার্ডে রায়পুর রোডে সন্তোষ দেবনাথের বাড়ির পাশ থেকে একটি গাছ কেটে নেওয়া হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক দশ হাজার টাকা। পাশেই বড় একটি রেন্টিগাছ কেটে নেওয়ার সময় বাঘারপাড়া থানার পুলিশ বাধা দেয়। ঘটনার সত্যতা স্বীকার করেছেন এএসআই নিয়ামুল ইসলাম।

এ বিষয়ে যশোর জেলা পরিষদের সার্ভেয়ার আশরাফ হোসেন মঞ্জু জানিয়েছেন, তিনি বিষয়টি জানার পর জেলা পরিষদের চেয়ারম্যান ও নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তাদের নির্দেশে আমি বাঘারপাড়া থানা পুলিশকে জানিয়েছি।

বাঘারপাড়া থানার ওসি মঞ্জুরুল আলম জানিয়েছেন, জেলা পরিষদের মাধ্যমে আমি বিষয়টি জানার পর সেখানে এএসআই নিয়ামুলকে পাঠিয়ে ছিলাম। গাছ কাটা বন্ধ আছে। তবে তিনি আরও জানান ,শাহিন ফোনে তার কাছে ক্ষমা চেয়েছেন।

শাহিন আহাম্মেদ জনান, গাছটি ব্যাক্তি মালিকানাধিন জায়গার। যে কারণে কাটা হয়েছে। তবে রাস্তা সংলগ্ন এ জমির মালিক ধলগ্রাম ইউনিয়নের বারভাগ গ্রামের জনৈক এক ব্যাক্তি। একটি মাধ্যম নিশ্চিত করেছে তিনি এ গাছ কাটার বিষয়ে কিছুই জানেন না।