যশোর অফিস : নাশকতা মূলক কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে সমাবেত হওয়ার অভিযোগে সদর উপজেলার হাটবিলা সরকারি প্রাইমারি বিদ্যালয়ের মাঠে অভিযান চালিয়ে পুলিশ ২০ দলীয় এক্য জোটের ৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এসময় গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের দখলে থাকা মাঝারী সাইজের ১২টি ককটেল,২কেজি জ্বালের কাটি,৩কেজি কাঁচ ভাঙ্গার অংশ,৫০ গ্রাম বারুদ,৫শ’ গ্রাম গন্ধব,৩টি টায়ার পুরাতন,৩টি লাল কসটেপ ও ২০টি বাঁশের লাঠি উদ্ধার দেখিয়েছে। গ্রেফতারকৃত ও পলাতক ৪৮ জন আসামীর নাম ও অজ্ঞাতনামা ২০/৩০জনের নামে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছে। মামলায় গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, যশোর সদর উপজেলার দেয়াপাড়া গ্রামের সাত্তার মোল্যার ছেলে হাফিজুর রহমান, মুনসেফপুর গ্রামের শরিফ উদ্দিনের ছেলে জহির রায়হান,হাটবিলা গ্রামের মৃত মোকিম মোল্যার ছেলে সুলতান মোল্যা,চাউলিয়া গ্রামের মৃত হাশেম আলী গাজীর ছেলে সাইফুল ইসলাম,হাটবিলার হাফিজুর রহমানের ছেলে রেজাউল ইসলাম পলাতক আসামীদের মধ্যে হাটবিলা গ্রামের সুলতানের ছেলে সুমন, একই গ্রামের কাশেম মোল্যার ছেলে লাল্টু, ফসিয়ার রহমানের ছেলে কামাল,মৃত সরোয়ার মোল্যার ছেলে জিকু, মুন্না,কচুয়া গ্রামের আক্কাস আলী খানের ছেলে মনিরুজ্জামান নান্টু,একই গ্রামের শহিদের ছেলে রপিকুল ইসলাম,দিয়াপাড়ার মশিয়ার রহমান মেম্বার,রুপদিয়ার আসমতের ছেলে সাদ্দাম, হাটবিলা গ্রামের আবু জেহেরের ছেলে আশরাফ মাওলানা,মুনসেফপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে মাওলানা আব্দুল হান্নান,নরেন্দ্রপুর গ্রামের মৃত আকবরের ছেলে মোস্তাফা কামাল,একই গ্রামের সাবেক মেম্বর আমিনুর,শাখারীগাতী গ্রামের স্বরুপউদ্দিনের ছেলে রইচ,একই গ্রামের মৃত হাজী নুর মোহাম্মদ মোল্যার ছেলে মাওলানা ময়েজ,মৃত ইসহাক মোল্যার ছেলে তরিকুল,রুপদিয়ার মৃত আব্দুল মালেকের ছেলে আব্দুল মতিন,রুপদিয়া খান পাড়ার গোলাম ইউসুফের ছেলে রাসেল,মুনসেফপুর গ্রামের মৃত সিদ্দিক মুন্সীর ছেলে রকিব,রুপদিয়া কলাপট্টির আজিবার গাজীর ছেলে মজিদ,নরেন্দ্রপুরের মৃত মনির উদ্দিনের ছেলে আমিনুর রহমান,একই এলাকার হাসানের ছেলে আরমগীর,রুপদিয়া খানপাড়ার মৃত জাফর খানের ছেলে পলাশ,রুপদিয়া কলাপট্টির ইমাম গাজী,রুপদিয়ার কাদের মোল্যার ছেলে সোহেল,হাটবিলা গ্রামের মৃত হামিদ মোল্যার ছেলে কাশেম মোল্যা,ঘুনি গ্রামের নওয়াব আলীর ছেলে শুকুর,হাটবিলা গ্রামের ওমর মোল্যার ছেলে জামাল,নরেন্দ্রপুর গ্রামের মোকলেছের ছেলে হায়দার আলী,নরেন্দ্রপুর গ্রামের মৃত খাতের বিশ্বাসের ছেলে লিয়াকত আলী,নরেন্দ্রপুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে রবিউল ইসলাম,রুপদিয়ার মৃত জেতু খানের ছেলে আহম্মদ আলী খান, মুনসেফ পুর গ্রামের মৃত রাজ্জাক মোল্যার ছেলে তরিকুল,হাটবিলা গ্রামের কাশেম সরকারের ছেলে কামাল ,হাটবিলা গ্রামের আফসার বিশ্বাসের ছেলে শাহজাহান,কচুয়া গ্রামের মৃত কাশেম মোল্যার ছেলে শহিদ,কচুয়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আমির হোসেন,কচুয়া খান পাড়ার মজিদ খানের ছেলে মশিয়ার রহমান,কচুয়া গ্রামের হাশেম খানের ছেলে হাফিজ,একই গ্রামের মৃত আলতাফ খানের ছেলে মশিয়ার রহমান খান,যশোর শহরের শংকরপুর মুরগীর ফার্ম গেটের পাশের মৃত আব্দুল জব্বারের ছেলে এম এ গফুর,একই এলাকার আব্দুল সাত্তার মোড়লের ছেলে রুয়েল হোসেন ও রামনগর পুকুর কুলের শেখ আব্দুল কুদ্দুসের ছেলে রজিবসহ অজ্ঞাতনামা ২০/৩০জন।
কোতয়ালি মডেল থানার এএসআই বিপ্লব হোসেন শনিবার রাতে বাদি হয়ে দায়েরকৃত এজাহারে বলেছেন,গ্রেফতারকৃত ও পলাতক আসামীরা সরকার বিরোধী কর্মকান্ড ঘটানোসহ নাশকতা মূলক ঘটনা ঘটানোর উদ্দেশ্যে উক্ত স্থানে শনিবার সকাল ৭টায় সমাবেত হয়। উক্ত সংবাদের ভিত্তিতে বিপ্লবসহ একদল পুলিশ ও বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইচনর্জ এসআই সোহরাব হোসেনসহ একদল পুলিশ উক্ত স্কুলের মাঠে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামীরা দৌড়ে পালানোর চেষ্টার এক পর্যায় ৫জনকে গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের ফেলে যাওয়া নাশকতা কর্মকান্ড ঘটানোর উদ্দেশ্যে জমা করা বিস্ফোরকদ্রব্য ও বিস্ফোরক উপকরণ জব্দ করেন।