ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান জামাল বলেছেন, বিএনপি-জামায়াত হেফাজতকে সামনে রেখে সারাদেশে তান্ডব চালিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে। তারা রাজনৈতিক ফায়দা লুটার অপচেষ্টায় লিপ্ত। জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকতে এটা কখনও হতে দেবে না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগ হেফাজত ইসলামের তান্ডবলীলা প্রতিহত করা হবে। যেখানে সারা বিশ্ব করোনা মোকাবেলায় হীমহিম খাচ্ছে, সেখানে দেশরতœ শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে দেশে প্রথম ধাক্কা সফলভাবে মোকাবেলা করেছেন। দ্বিতীয় দফায়ও দেশে সকলের সহযোগিতা নিয়ে একইভাবে মোকাবেলা করা হবে। এ সময় তিনি সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবান জানান।
রোববার বেলা ১২টায় খুলনার ফুলতলা উপজেলা যুবলীগ আয়োজিত করোনা প্রতিরোধে সচেতনমুলক প্রচারণা ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। উপজেলা যুবলীগের সভাপতি এস কে আলী ইয়াছিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, জেলা আওয়ামী লীগ নেতা মোঃ আসলাম খান, মৃনাল হাজরা, জেলা যুবলীগ নেতা জামিল খান, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার জাকির হোসেন মাহফুজুর রহমান সোহাগ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিধান চন্দ্র রায়, বিবেক দীপ পান্ডে, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, চীশতী নাজমুল বাশার, কামরুজ্জামান নান্নু, ইসমাইল হোসেন বাবলু, রবীন বসু, ইকতিয়ার উদ্দিন সুমন, আনছার আলী, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস কে সাদ্দাম হোসেন, সাদমান খান সুপ্ত, মিরাজুল ইসলাম বাঁধন, রাকিবুল ইসলাম লিপু, ফয়সাল সরদার, তাসিম আহমেদ, ফাইম আহমেদ প্রমুখ। পরে প্রধান অতিথি সকলকে সাথে নিয়ে ফুলতলা বাজারের বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করেন।