বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে বাংলাদেশী গৃহবধু হস্তান্তর

প্রকাশঃ ২০১৮-০১-২৩ - ১৬:৪৪

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি বিএসএফ এর পতাকা বৈঠকে এক বাংলাদেশী গৃহধুকে হস্তান্তর করেছে। মঙ্গলবার সকালে কাঁকডাঙ্গা বিওপির নায়েক রাজীব হোসেন জানান, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মল্লিকাদহ গ্রামের জহুর শেখের কন্যা হোসনেয়া খাতুন(২২) ভারত থেকে বাংলাদেশে আসার সময় টহরত বিএসএফ সদস্যদের হাত আটক হয়। পরে তাকে সোমবার সন্ধ্যায় কলারোয়া সীমান্তের কেড়াগাছির চারাবাড়ী সীমান্তের মেইন পিলার ১৩/২এস এর নিকটে পাতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ সদস্যরা হস্তান্তর করে। এঘটনায় কলারোয়া থানায়১৯৭৩সালের পাসপোর্ট আদেশের ১১(১)(গ)ধারা একটি মামলা নং-১৮(১)১৮ দায়ের হয়েছে।