শাওন ময়মনসিংহ মহানগর যুবলীগের সদস্য ও চামড়াগুদাম এলাকার ইদ্রিস আলীর ছেলে। শনিবার বিকেলে র্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, র্যাব-১৪ অধিনায়ক লে. কর্নেল এফতেখার উদ্দিন।
র্যাব অধিনায়ক জানান, ইয়াসিন আরাফাত শাওন ও মাসুদ পারভেজ ময়মনসিংহের শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ। তাদের নামে বিভিন্ন থানায় অস্ত্র, চাঁদাবাজি, চোরাচালান, ছিনতাই ডাকাতি ও মাদকের অসংখ্য মামলা রয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে শনিবার সকালে নগরীর পুরোহিত পাড়ায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ও যুবলীগ নেতা ইয়াসিন আরাফাত শাওন ও তার ভাই মাসুদ পারভেজসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের বাসায় অভিযান চালিয়ে ২টি পিস্তল, ১টি রিভালভার, ৩টি ম্যাগাজিন, ২টি বন্দুক, ৭টি রামদা, বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদ, মাদক, রাইফেলের টেলিস্কোপিং সাইট এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত বাকীরা হলেন, রায়হান আহমেদ রাজিব, মানিক মিয়া, হৃদয় আহমেদ রাজিব, মো. রাজিব ও বাপ্পি খান।
উল্লেখ্য, ময়মনসিংহ নগরীর চরপাড়া, চামড়াগুদাম, পুরহিতপাড়াবাসী সন্ত্রাসী ইয়াসিন আরাফাত শাওনের গ্রেপ্তারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে এলাকাবাসী।