আবু হোসাইন সুমন, মোংলা : সুন্দরবন থেকে অবৈধভাবে আহরণকৃত বিপুল পরিমাণ কাকড়া ও মাছের পোনা জব্দ করেছে কোসট গার্ড। জব্দকৃত কাকড়া ও মাছের পোনা সুন্দরবনের নদী-খালে ছেড়ে দেয়া হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন’র (মোংলা) অপারেশন অফিসার এম এইচ আই সিদ্দিক জানান, নিষেধাজ্ঞা থাকার পরও অসাধু জেলেরা বনের বিভিন্নস্থান থেকে কাকড়া ও মাছের পোনা আহরণ করে আসেছ। বেআইনি এই তৎপরতা বন্ধে কোস্ট গার্ড সদস্যরা গত এক সপ্তাহ ধরে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ হাজার ২শ ৫০ কেজি কাকড়া, ১ লাখ ৭০ হাজার ফাইসা মাছের পোনা, ১ লাখ বাগদা পোনা, ৫শ টি কাকড়া ধরার ফাদ ও ২৩টি নৌকা জব্দ করতে সক্ষম হয়েছে। জব্দকৃত এ সকল মালামালের মূল্য প্রায় ১৫ কোটি টাকা বলে জানায় কোস্ট গার্ড। জব্দকৃত কাকড়া ও মাছের পোনা পুনরায় সুন্দরবনের নদী-খালে ছেড়ে দেয়া হয়েছে। এদিকে বেআইনিভাবে কাকড়া ও পোনা আহরণকারী ৮৩ জেলেকে পরবর্তীতে এ ধরণের কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সতর্ক করে ছেড়ে দেয়া হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।