স্টাফ রিপোর্টার: ৫অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে বাংলাদেশ আত্তীকৃত সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি, খুলনা জেলা শাখার উদ্যোগে সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আলোচনাসভার আয়োজন করা হয়। আত্তীকৃত সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির খুলনা জেলা কমিটির সভাপতি শেখ মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতি স্বাগত বক্তব্যের মাধ্যমে সবাইকে বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন। সভায় শিক্ষক দিবসের ওপর বিশেষ তাৎপর্য তুলে ধরে আরও বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক আশীষ কুমার সরকার, সহ-সভাপতি মো. মাহমুদ আলম, কোষাধ্যক্ষ মো. মাছুম বিল্লাহ, সহ-সভাপতি মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক এসএম কবিরুল ইসলাম, সহসভাপতি লস্কর সোহেল রানা, ক্রীড়া সম্পাদক মুন্সি এনামুল কবির, যুগ্ম সাধারণ সম্পাদক চন্দন দত্ত, শিক্ষক মো. আনিসুজ্জামান প্রমুখ। শেষে আত্তীকৃত সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ খুলনার জেলা প্রশাসক মো. হেলাল হোসেন ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক নিভা রাণী পাঠকের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন এবং তাদের ফুলেল শুভেচ্ছা জানান।