ঢাকা অফিস : প্রেম ও বিয়ের ফাঁদে ফেলে জঙ্গি সংগঠনে অন্তর্ভূক্তির দায়ে এক নারী সহ আনসার আল ইসলামের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। এক নারী ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে, র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানায় র্যাব।
কৌশলগত কারণে জঙ্গি সংগঠনগুলো নারী সদস্য সংখ্যা বৃদ্ধি করছে। এর অংশ হিসেবে, বিয়ের প্রলোভন দেখিয়ে নারী সদস্য সংগ্রহে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করছে তারা। গোয়েন্দা নজরদারির পরে র্যাব ৯ই জুলাই, বরিশালে একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে ভিকটিম সাফিয়া আক্তার তানজিকে উদ্ধারসহ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য জান্নাতুল নাঈমাকে গ্রেপ্তার করে।
পরে, তার দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর ডেমরা থেকে আরেক সদস্য মো: আফজাল হোসেনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও মোবাইল উদ্ধার করে র্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সাফিয়া আক্তারকে কথিত প্রেমিকের নিকট বিয়ের প্রলোভন দেখিয়ে বরিশাল থেকে চট্টগ্রাম নিয়ে আসার কথা স্বীকার করে। এছাড়া, জঙ্গি সংশ্লিষ্টতার কথাও স্বীকার করেছে তারা।