বৃষ্টির ফলে ইরি ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা

প্রকাশঃ ২০১৭-১২-০৯ - ২০:৫৭

গোলাম মোস্তফা খান ,দাকোপ : অকাল বৃষ্টির কারনে দাকোপ তথা উপকুলিয়া এলাকায় ইরি ধানের ব্যাপক ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। এবার ইরি, আমন, মোটা ধানের বাম্পার ফলন ও ইরিধান কাটা বা ঘওে তোলার মুহুর্তে শুক্রবার রাত থেকে শুরু হয়েছে নিম্মচাপের কারনে অকাল বৃষ্টি। আর এই অকাল বৃষ্টির কারনে মাঠে কেটে রাখা ও বাড়িতে কেটে তোলা সকল ধরনের ইরি ধানের ব্যাপক ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে । অপরদিকে মোটা আমন ধানের বাম্পার ফলনের মুহুর্তে এমনিভাবে বৃষ্টি চলতে থাকলে মোটা ধানেরও বেশ ক্ষতিরও সম্ভাবনা রয়েছে বলে কৃষকরা জানান ।