যশোর: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে যশোর নগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়েছে। সোমবার সকালে শহরের বেজপাড়া জিরো পয়েন্ট মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ওই এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জাতীয়তাবাদী ছাত্রদলের যশোর জেলা শাখার সাবেক সভাপতি ও নগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য আজিজুর রহিম শিশির জানান, সোমবার সকাল সাড়ে দশটার দিকে নগর বিএনপির নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে দলের নেতাকর্মীরা অংশ নেন। এসময় তারা বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে নানা স্লোগান দেন।
মিছিলে উল্লেখযোগ্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন, যশোর নগর বিএনপি নেতা সাইদুর রহমান বিপুল, যুবদল নেতা ওয়াসি আহমেদ উজ্জ্বল, মিজানুর রহমান, ছাত্রদল নেতা জহুরুল হক শিমুল, নাসির উদ্দীন, জাহিদ হাসান টগর, সউদ আল রশিদ ড্যানি, রবিউল ইসলাম টিপু, রুবেল হোসেন, রেজওয়ান বাশার সোহান, এমাদুল হোসেন প্রমুখ।