বেতন না পাওয়ায় চালনা কেসি স্কুলের শিক্ষকদের মানবেতর জীবনযাপন

প্রকাশঃ ২০১৭-১২-০৬ - ১৭:১২

দাকোপ (খুলনা) : খুলনা জেলার দাকোপ উপজেলাধীন চালনা কেসি পাইলট মাধ্যমিক স্কুলের শিক্ষকরা দীর্ঘ প্রায় ৩ মাস যাবৎ মাসিক বেতন না পাওয়ায় মানবেতর জীবনযাপন করছে বলে শিক্ষকরা জানিয়েছেন । খোঁজখবর নিয়ে জানা গেছে,চালনা কেসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ড.অচিন্ত্য কুমার মন্ডল দীর্ঘ ২৫ বছর যাবৎ প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন।এরমধ্যে ১০ বছর পূর্বে কলেজ শাখা পৃথকী করন হলে তিনি কলেজের অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন শুরু করেন সেই থেকে তিনি ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্কুলের প্রধান শিক্ষক হিসাবে কোন বেতন ছাড়াই দায়িত্ব পালন করে আসছেন । জানা গেছে বিনা প্রতিদন্ধিতায় নিয়মিত কমিটি গঠনের পর ৩ জনের জাল স্বাক্ষরের অভিযোগের প্রেক্ষিতে প্রিজাইডিং অফিসার মোসলেম উদ্দিন গঠনকৃত কমিটি বাতিল ঘোষনা করেন।পরে স্কুল কতৃপক্ষ অভিযোগটি সঠিক নয় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফুল আলমের নিকট আবেদন করলে কোন তদ›ত না করে বরং রুপালীব্যাংক চালনা বাজার শাখাকে এক চিঠি দিয়ে গত ৩ মাস যাবৎ স্কুলের শিক্ষক কর্মচারীদের বেতন বন্ধ করে রেখেছে ফলে শিক্ষক কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছে।উল্লেখ্য শিক্ষকরা বেতনের জন্য বার বার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট গেলে নির্বাহী কর্মকর্তা প্রতিস্বাক্ষর করবেন বলে প্রতিশ্রুতি দিলেও আজঅবদি তিনি বেতনের জন্য স্বাক্ষর করেননি ফলে বেতনও হয়নি ।