রবিউল ইসলাম মিটু,যশোর : বেনাপোল সীমান্ত সাদীপুর থেকে বিজিবির সদস্যরা ৩৪ লাখ ৬১ হাজার টাকা উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে সাদীপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এ টাকা উদ্ধার করা হয়েছে।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক’র নির্দেশনায় রঘুনাথপুর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মো. মামুনার রশিদের নেতৃত্বে টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে সাদিপুর মাঠ নামক স্থানে অভিযান পরিচালনা করে। ওই টহল দলের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল হতে উক্ত টহল দল ব্যাগটি তল্লাশি করে নগদ বাংলাদেশী ৩৪ লাখ ৬১ হাজার টাকা টাকা উদ্ধার করে। উদ্ধারকৃত নগদ অর্থ বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।