যশোর অফিস : বিজিবি সদস্যরা মঙ্গলবার গভীর রাতে বেনাপোলের বোয়ালিয়া বাজারের আজিজুল বিশ্বাসের পরিত্যক্ত বাড়ি থেকে হাতবোমা, রামদাসহ একজনকে আটক করেছে। আটক জসিম উদ্দিন বোয়ালিয়া গ্রামের মৃত. ইনসার আলীর ছেলে।
বিজিবির পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বেনাপোল কোম্পানীর সদরের হাবিলদার শ্রী বিশ্বনাথ গোশ্বামীর নেতৃত্বে টহলদল আজিজুল বিশ্বাসের পরিত্যক্ত বাড়িতে অবৈধ সমাবেশে অভিযান পরিচালনা করা হয়।
টহল দলের উপস্থিতি টের পেয়ে সমাবেশে অংশগ্রহণকারী দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মো. জসিম উদ্দিনকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে ২টি বোমা, ৩টি রামদা উদ্ধার করা হয়।