স্টাফ রিপোর্টার : খুলনা ব্যাটালিয়ন (২১বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপি’র টহল দল অভিযান চালিয়ে বিদেশী ও ভারতীয় মদসহ মোঃ ফজলুল হক (৪৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন। এ সময় তার কাছ থেকে ৮ বোতল বিদেশী ও ২০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৫টার দিকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
বিজিব জানায়, ওই এলাকায় অভিযান চালিয়ে পুটখালী উত্তর পাড়া এলাকার বাসিন্দা মৃত মোজাম্মেল হকের পুত্র মোঃ ফজলুল হককে বিদেশী ও ভারতীয় মদসহ আটক করা হয়। এ সময় তার সাথে থাকা অন্য একজন মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।