যশোর : যশোরের বেনাপোল সীমান্তে ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। গত বুধবার রাতে বড় আচড়া এলাকায় এই অভিযান চালানো হয় বলে বিজিবি জানিয়েছে। যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, এক মাদক পাচারকারী ভারত থেকে হেরোইনের একটি চালান নিয়ে আসছে সংবাদ পেয়ে বিজিবির টহলদল বড় আচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়। সেখানে ওই পাচারকারী একটি কাপড়ের কালো রংয়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগের ভেতর ৫০০ গ্রাম হেরোইন পাওয়া যায় যার বাজার মূল্য দশ লাখ টাকা।