বেনাপোল প্রতিনিধি : ভারত থেকে পাচার হয়ে আসার পর বৃহষ্পতিবার ভোররাতে বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত থেকে বাংলাদেশী ৬৪ লাখ হুন্ডির টাকা সহ বাবু মিয়া নামে এক হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আটক বাবু মিয়া বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামের রমজান আালীর ছেলে।
৪৯ বিজিবি কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল আরিফুল হক জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ভারত সীমান্ত পার হয়ে বিপুল পরিমান হুন্ডির টাকা নিয়ে এক চোরাকারবারী বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত এলাকায় পৌচেছে। এ ধরনের সংবাদেদর ভিত্তিতে বিজিবি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বাবু মিয়া নামে একজনকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। পরে তার সাথে থাকা বস্তার ভিতর থেকে ৬৪ লাখ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে। # তারিখঃ ১৫.০২.১৮।