বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পূটখালী সীমান্তের চরের মাঠ এলাকা থেকে সোমবার দুপুরে ২টার সময় ১০ টি স্বর্ণের বার ও দেড় লাখ টাকাসহ রনি হোসেন (২০) নামের এক স্বর্ণপাচারকারীকে আটক করেছে বিজিবি। সে পূটখালী গ্রামের আকরাম আলীর ছেলে।
বেনাপোল পূটখালী বিজিবি ক্যাম্প কমান্ডার আবুল হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বেনাপোলের পূটখালী সীমান্তের চরের মাঠে অভিযান চালানো হয়। এসময় রনি হোসেন (২১) নামে এক জনকে সন্দেহ জনকভাবে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ১০টি স্বর্ণের বার ও বাংলাদেশী ১ লক্ষ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি ১৫০ গ্রাম। যার মূল্য ৪৮ লক্ষ ৫৩ হাজার টাকা।
২১’বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল তারিকুল হাকিম ১কেজি ১৫০ গ্রাম স্বর্ণ ও দেড় লাখ টাকাসহ রনি নামে এক স্বর্ণপাচারকারীকে আটক করা হয়েছে বলে জানান। উদ্ধারকৃত স্বর্ণ ও টাকা বেনাপোল কাস্টম হাউজে জমা দেওয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।