যশোর অফিস : যশোরের বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ডগুলি উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঘিবা সীমান্তে অভিান চালিয়ে এ অস্ত্রও গুলি উদ্ধার করে। এসময়ে অস্ত্র পাচারকারী জব্বার মিয়া পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি। পলাতক জব্বার মিয়া ৩নং ঘিবা গ্রামের সামাদ বিশ্বাসের ছেলে। সে দীর্ঘ দিন ধরে অস্ত্রপাচারের সাথে জড়িত ছিলেন বলে জানিয়েছে বিজিবি।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পরি ঘিবা সীমান্তে জব্বারের ঘরে অস্ত্র রয়েছে। এসময়ে ফোর্স নিয়ে সেখানে অভিযান চালালে অস্ত্র পাচারকারী জব্বার পালিয়ে যায়। পরে তার ঘরে তল্লাশী চালিয়ে একটি বিদেশী পিস্তলও এক রাউন্ডগুলি উদ্ধার করা হয়। এঘটনায় বেনাপোল থানায় পলাতক জব্বারের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে আটক অস্ত্র জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।