যশোর: বর্ডারগার্ড বাংলাদেশের সদস্যরা অভিযান চালিয়ে যশোরের বেনাপোল সীমান্ত থেকে বৈদেশিক মুদ্রাসহ পাসপোর্টধারী পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ভারতীয় রুপি,আমেরিকান ও কানাডীয় ডলারসহ কয়েকটি মোবাইল ফোন। আটককৃতদের মধ্যে ৩জন পুরুষ ও দুইজন মহিলা রয়েছে।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল হক জানান, শুক্রবার সকালে বেনাপোল আইসিপি টহল কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব তালুকদারের নেতৃত্বে টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বন্দরে অভিযান চালায়। এসময় পাঁচজন পাসপোর্ট যাত্রীকে সন্দেহ হলে ক্যাম্পে নিয়ে যায়। এরপর তাদের দেহ তল্লাসী করে নগদ ৩৫,২০,৫৮০ ভারতীয় রুপি, ২০০ ইউএস ডলার ও ২০,৭০০ কানাডিয়ান ডলার পাওয়া যায়। শুক্রবার দুপুরে ওই পাঁচজন বাংলাদেশি ভারত থেকে বাংলাদেশে আসে। আটককৃতদের নাম জানানো হয়নি। আটক বৈদেশিক মুদ্রা বেনাপোল পোর্ট থানায় জমা দেয়া হয়েছে।