ব্রাহ্মণবাড়িয়ায় একদিনে একই পরিবারের দশজনসহ করোনায় শনাক্ত ১১

প্রকাশঃ ২০২০-০৫-০৪ - ১৫:৫৩
corona

ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার একদিনে সর্বোচ্চ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। জেলার নবীনগরে উপজেলার জাফরপুর গ্রামে এক পরিবারের ১০ জনসহ মোট ১১ জন শনাক্ত হয়েছেন এই প্রাণঘাতী ভাইরাসে।

সোমবার (৪টা মে) দুপুরে, এ তথ্য নিশ্চিত করেছেন জেণা সিভিল সার্জন মো. একরাম উল্লাহ। তিনি জানান, জেলায় এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। এখন ১৯ জন জেলা বক্ষব্যাধি হাসপাতালসহ বিভিন্ন স্থানে আইসোলেশনে আছেন। সাম্প্রতিক সময়ে জেলার আখাউড়া ও নাসিরনগর উপজেলায় মারা গেছেন দুজন।

ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয় জানায়, এখন পর্যন্ত জেলায় ১৬৭৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ফলাফল এসেছে ১২৭৭ জনের। ৪৬ জন বাদে বাকিদের নমুনা সংগ্রহের ফলাফলে নেগেটিভ আসে। এখনও প্রতিদিন নমুনা সংগ্রহের কাজ চলছে। পাশাপাশি ফলাফলও পাওয়া যাচ্ছে প্রতিদিন।