অভয়নগর (যশোর) প্রতিনিধি : নওয়াপাড়ায় যশোর জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নে নিহত ৩ সহকারী সদস্যের পরিবারের মাঝে মৃত্যুকালিন ভাতার চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার দুপুরে নওয়াপাড়া হাইওয়ে থানা সংলগ্ন ইউনিয়ন কার্যালয়ে ১৩৩০ নং সদস্য মৃত নাসির হোসেন, ৩১৩১ নং সদস্য মৃত শুকুমার ও ৫২২০ নং সদস্য আরিফুরের পরিবারের হাতে ভাতার চেক তুলে দেন অত্র ইউনিয়ন ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় আঞ্চলিক কমিটির সভাপতি নওয়াপাড়া পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব রবিউল হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাজ্জাতুল ইসলাম রাবু, সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খন্দকার, কোষাধ্যক্ষ আবুল কালাম আকন, লাইন সম্পাদক রাজু আহম্মেদ, যোগাযোগ সম্পাদক সুমন হোসেন, অফিস সম্পাদক প্রসেনজীত দাস প্রমুখ।