নড়াইল প্রতিনিধি : অবশেষে মধুমতি নদীতে নিখোঁজের চার দিন পর ছয়মাস বয়সী শিশু আনাসের লাশ উদ্বার হয়েছে। মঙ্গলবার (১সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া এলাকার মধুমতি নদীতে আনাসের লাশ ভেসে উঠে। পরে এলাকা বাসী নদীতে লাশ ভাসতে দেখে পুলিশ ও পরিবারের লোকজনদের খবর দেয়। খবর পেয়ে পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।
উল্লেখ্য, গত শুক্রবার (২৮ আগষ্ট) নড়াইলের লোহাগড়ার কালনা ঘাট এলাকায় লোহাগড়ার চাচই গ্রামের আজাদ মোল্যার ছেলে পুলিশ কনস্টবল আবু মুসা রেজওয়ান (২৮) তার স্ত্রী সাদিয়া বেগম ও ছয়মাস বয়সী শিশুপুত্র আনাস সহ পরিবারের কয়েকজন সদস্য মিলে ট্রলার যোগে মধুমতি নদীতে ঘুড়তে বের হয়।
সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে তারা ঘাটের দিকে ফিরছিলেন এ সময় কালনা ঘাটে নির্মানাধীন সেতুর কাছে পৌছালে ট্রলারের ইঞ্জিন নষ্ট হয়ে পড়ে। তখন মাঝ নদীতে ট্রলারটি নির্মাণাধীন সেতুর পিলারের সাথে ধাক্কা লাগে। এ সময় পুলিশ কনস্টবল আবু মুসা রেজওয়ান ও তার শিশু পুত্র আনাস নদীতে পড়ে নিখোঁজ হয়।
নিখোঁজের ২দিন পর গত রবিবার (৩০ আগষ্ট) পুলিশ সদস্য আবু মুসা রেজওয়ানের লাশ মহিসাপাড়া ঘাট এলাকা থেকে উদ্ধার করা হয়।
লোহাগড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) সৈয়দ আশিকুর রহমান নিখোঁজ শিশু পুত্র আনাসের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ।