যশোর অফিস: পুলেরহাট রাজগঞ্জ সড়কের মাহিদিয়া কেশবের মোড়ে চলন্ত বাসের ছাদ থেকে পড়ে শিমুল হোসেন নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে মনিরামপুর উপজেলার রাজগঞ্জ এলাকার হানুয়ার বাগেরালী গ্রামের আবু হাসানের ছেলে এবং আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের ব্যবস্থাপনা প্রথম বর্ষের ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রশিদ জানান, দুপুরে কলেজ শেষে বাসের ছাদে চড়ে বাড়ি ফিরছিল শিমুল। মাহিদিয়া কেশবের মোড়ে গাছের ডালের সঙ্গে বাড়ি খেয়ে মাটিতে ছিটকে পড়ে সে। স্থানীয়রা শিমুলকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেন। অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। বিকেলে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয় শিমুলের। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শিমুলের লাশ রাজগঞ্জে তার নিজ বাড়িতে পৌঁছেছে।
রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রেদর পরিদর্শক আকরাম হোসেন বলেন, ‘দুর্ঘটনায় ছাত্র মারা যাওয়ার কোনো ঘটনা আমার জানা নেই।’