ফুলতলা (খুলনা) প্রতিনিধিঃ মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ফুলতলার গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পুণঃরায় নির্বাচিত হওয়ায় এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন। বিবৃতিদাতারা হলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, সম্পাদক বিমান নন্দী, ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, প্রধান শিক্ষক প্রেমচাঁদ দাস, তাপস কুমার বিশ্বাস, প্রেস ক্লাব ফুলতলা সাধারণ সম্পাদক মোঃ সেকেন্দার আলী রাজু, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোঃ নেছার উদ্দিন, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম, গাড়াখোলা স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য লুৎফর রহমান গাজী, দাতা সদস্য আজহার আলী মোড়ল, সদস্য মোঃ নজরুল ইসলাম, মোঃ আবুল হোসেন, মোঃ মুজিবার রহমান মোল্যা, মোঃ হুমায়ুন কবির মোল্যা, মহিলা সদস্য ফিরোজা খাতুন, শিক্ষক নুরুল ইসলাম, নীলরতন মন্ডল, মাসুমা খাতুন প্রমুখ। প্রসঙ্গতঃ মঙ্গলবার সকালে প্রিজাইডিং অফিসার আফরুজ্জামানের সভাপতিত্বে গাড়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান সভাপতি মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দকে পুণঃরায় সভাপতি নির্বাচিত করা হয়।