মাদকদ্রব্য অধিদপ্তরের পৃথক অভিযানে গাজাসহ আটক ২

প্রকাশঃ ২০১৯-১১-২৩ - ১৯:২০

স্টাফ রিপোর্টার : নগরীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী পৃথক অভিযান চালিয়ে গাজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন। আটককৃতরা হচ্ছে মাদক ব্যবসায়ী মোঃ নজরুল ইসলাম মঞ্জু (৫৫) এবং মোঃ গাউস শেখ ওরফে হাতকাটা গাউস (৫৮)। তাদের কাছ থেকে মোট ২শ’ গ্রাম গাজা উদ্ধার করা হয়। গতকাল শনিবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ‘ক’ সার্কেলের একটি টিম নগরীর খুলনা থানা ও লবনচরা থানাধীন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন।
খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্র মতে, সংস্থার উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের তত্ত্বাবধানে ‘ক’ সার্কেলের পরিদর্শক হাওলাদার মোহাম্মদ সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে লবনচরাথানাধীর জিন্নাপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় ওই এলাকার বাসিন্দা মৃত করিম সরদারের পুত্র মোঃ নজরুল ইসলাম মঞ্জুকে ১শ’ গ্রাম গাজাসহ আটক করেন। অপরদিকে নগরীর নতুন বাজার লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকার বাসিন্দা মৃত খলিল শেখের পুত্র মাঃ গাউস শেখ ওরফে হাতকাটা গাউসকে ১শ’ গ্রাম গাজাসহ আটক করেন। আটককৃতরা দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকায় গাজা ক্রয়-বিক্রয় করতেন । এ ব্যাপারে পৃথক ভাবে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।