মানবতার সেবায় ফুলতলা প্রাথমিক শিক্ষক পরিবারের অক্সিজেন সিলিন্ডার বিতরণ

প্রকাশঃ ২০২১-০৭-২৯ - ১৪:৪৬

ফুলতলা (খুলনা) প্রতিনিধি // ফুলতলা উপজেলা প্রথামিক শিক্ষকদের সহযোগিতায় করোনাকালীন আর্তমানবতার সেবায় স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় অক্সিজেন সিলিন্ডার, অক্সিমিটার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা প্রথামিক শিক্ষক সমিতির উদ্যোগে আলকা পল্লীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন। সাধারণ সম্পাদক মোরাদুল ইসলামের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাব ফুলতলা সভাপতি তাপস কুমার বিশ্বাস, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, গাজী শহিদুল ইসলাম, বিএম রফিকুল ইসলাম, তাসলিমা খাতুন, রেজাউল করিম, শিক্ষক নেতা শিহাব উদ্দিন ওমর, সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরাদুল ইসলাম, শিক্ষক নিরব গোলদার, কে এম গোলাম রব্বানী, মোঃ মাহাবুর গাজী, সাদ্দাম হোসেন, জিসান আহমেদ, ইকরামুল হোসেন প্রমুখ। পরে বেজেরডাঙ্গা ব্লাড ব্যাংককে ২টি, ফুলতলা অক্সিজেন ব্যাংকে ১টি, জামিরা বজারের মানুষের কল্যাণে আমরাকে ১টি ও ইষ্টার্নগেট মানবিক সংগঠনকে ১টি অক্সিজেন সিলিন্ডার ও অক্সিমিটার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়।