মানবিক কাজের স্বীকৃতি পেলেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা

প্রকাশঃ ২০২৩-০২-০৫ - ১৩:৫৩

যশোর অফিস : নিজের উপার্জিত টাকা দিয়ে মানবসেবার পাশাপাশি ৩৪টি ওয়াজ মাহফিলের আয়োজন করায় মানবিক কাজের স্বীকৃতি পেয়েছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা বেগম। ভূমি-গৃহহীন আনোয়ারা বেগমকে এই সম্মাননা দিয়েছেন আবু কাজেম ফাউন্ডেশন। শনিবার দুপুরে যশোরের নওয়াপাড়ায় আনোয়ারার অস্থায়ী নিবাসে তার হাতে ক্রেস্ট তুলে দেন আবু কাজেম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ।

এসময় ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ বলেন, নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে গেলে বা ভালো কাজ করতে গেলে ত্রুটি-বিচ্যুতি বা ভুলভ্রান্তি থাকবেই। এগুলোকে উপেক্ষা করেই সামনে এগিয়ে যেতে হবে। ধৈর্যচ্যুত হয়ে লক্ষ্য থেকে পিছিয়ে এলে দেশের ক্ষতি হবে, দেশ পিছিয়ে পড়বে। তাই আমাদের সমালোচনার পাশাপাশি সঠিক সিদ্ধান্তের জন্য ভালো কাজের স্বীকৃতি দেওয়া উচিত।

আরশাদ পারভেজ আরো বলেন,কাজের স্বীকৃতিই বড় কথা, আর এই স্বীকৃতি পেলে কাজের অনুপ্রেরণা বাড়ে। ‘আবু কাজেম ফাউন্ডেশন’ এর মতো অনেক সংগঠন আছে বিধায়ই মানুষ এখনো মানবিক কাজের স্পৃহা পায়।

এ সময় আনোয়ারা ও তার গোষ্ঠীকে সহায়তার ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ।

আনোয়ারা বেগম বলেন, আমার বসবাসের কোন জায়গা-জমি নেই। পরের বাড়িতে ভাড়া থাকি। আমি প্রধানমন্ত্রীর কাছে একটি ঘর ছাড়া আর কিছুই চাই না।

তিনি বলেন, যেকোনো মানবিক কাজের স্বীকৃতি পেলে কাজের স্পৃহা আরও বেড়ে যায়। কাজ করতে গিয়ে অনেক সময় পরিবার এবং শুভানুধ্যায়ীদের ইতিবাচক বাধার সম্মুখীনও হতে হয়। তাই বলে নিজের দায়িত্ব থেকে কখনো সরে আসি-নি। করোনাকালীন সময়ে ওই ভয়াল পরিবেশে কাজ করেছি মানুষের জন্য। মৃত্যুভয় মানুষের কল্যাণে ছুটে গিয়েছি। দেরীতে হলেও আজ এই মানবিক কাজের স্বীকৃতি পেলাম।