ঢাকা অফিস : উচ্চশিক্ষা নিয়ে মেধাবীরা বিদেশে চলে যাওয়ায় দেশ বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। মঙ্গলবার বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের ১১তম সমাবর্তনে তিনি এ মন্তব্য করেন। এ সময়, দেশ ও জনগণের কল্যাণে অবদান রাখতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান তিনি।
দীর্ঘ আট বছর পর, বুয়েটে সমাবর্তন। এর মাধ্যমে ২০১১ থেকে ২০১৮ সাল পর্যন্ত বুয়েট থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নেয়া ৯ হাজার ৬০৩ জন শিক্ষার্থীর মাঝে আনুষ্ঠানিকভাবে সনদ প্রদান করেন, বিশ্ববিদ্যালয়ের আচার্য্য ও রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ।
প্রকৌশলীদের মেধাকে দেশের কল্যাণে কাজে লড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, ‘শুধু নিজের স্বার্থ এবং নিজে ভালোভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সবাই যদি দেশ ছেড়ে চলে যায় তাহলে দেশের উন্নয়ন কীভাবে হবে। দেশ ছাড়ার ব্যাপারে আপনাদের এখনই ভালোভাবে চিন্তার সময়। দেশের স্বার্থকে সবার উপরে প্রাধান্য দিতে হবে।’
কর্মক্ষেত্রে সৎ থেকে মিথ্যার সাথে আপস না করতে নবীন প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্র প্রধান। তিনি বলেন, ‘কখনও মিথ্যার সঙ্গে আপোস করবেন না।সাদাকে সাদা কালোকে কালো বলার সৎ সাহস রাখবেন। সিমেন্টের বদলে বালি আর রডের বদলে বাঁশ দিয়ে বড় হওয়ার স্বপ্ন দেখবেন না।’