মোংলা প্রতিনিধি : মোংলা-রামপালের (বাগেরহাট-০৩) সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী নির্বাচিত করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। কারণ শেখ হাসিনা সরকারই একমাত্র সারাদেশ ও মানুষের ভাগ্যের উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন যা অন্য কোন সরকার কোনদিনই করেনি। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে বিদ্যুৎ ছিল মাত্র ৩৫শ মেগাওয়াট আর এখন শেখ হাসিনার সরকারের আমলে তা এসে দাড়িয়েছে ১৬ হাজার মেগাওয়াট। আর এ সব কিছু উন্নয়নের ফসল। এ সরকার মোংলা বন্দরের অকল্পনীয় উন্নয়ন করেছে। ভবিষ্যতে এ অঞ্চলই হবে অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থানের কেন্দ্র বিন্দু। রবিবার সকালে মোংলা অফিসার্স ক্লাবে আয়োজিত কোষ্টাল ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্র্যাকট্রাকচার প্রজেক্ট’র (সিসিআরআইপি) আওতায় মোংলা উপজেলাধীন চটেরহাট, বাঁশতলা ও বৈদ্যমারী বাজার সড়ক উন্নয়নে ক্ষতিগ্রস্থদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর’র (এলজিডি,মোংলা) আয়োজনে রুরাল এমপ্লয়মেন্ট এন্ড রোড মেইনটেন্স প্রোগ্রাম (আরইএম পি ২) ২য় পর্যায় শীর্ষক প্রকল্পের আওতায় মহিলা কর্মীদের চাকুরির মেয়াদকাল শেষ হওয়ায় তাদের সঞ্চয় হিসাবে জমাকৃত টাকার চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মোংলা উপজেলা সমবায় সমিতি লিমিটেড’র ৩১ তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ আবুল হোসেন। এ অনুষ্ঠানে স্থানীয় সাবেক সাংসদ বেগম হাবিবুন নাহার, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মোংলা সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুনীল কুমার বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাগেরহাট জেলা পরিষদ’র সদস্য শেখ আবদুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম। অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক ক্ষতিগ্রস্থ ৬০ জনের হাতে তাদের ক্ষতিপূরণের টাকার চেক ও সনদ তুলে দেন। এর পরে সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাংক লিমিটেডের পক্ষ থেকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মসজিদ, গীর্জা, এতিম খানা ও মাদরাসায় ১শ সিলিং ফ্যান বিতরণ করেন।