আবু হোসাইন সুমন, মোংলা : বাঘের তাড়া খেয়ে মোংলার লোকালয়ে চলে আসা একটি মায়াবী হরিণকে স্থানীয় লোকজনের সহায়তায় ধরে পুনরায় সুন্দরবনে ফেরত পাঠিয়েছে বন বিভাগ। বুধবার বিকেলে মোংলার বৈদ্যমারী বাজার সংলগ্ন এলাকা থেকে হরিণটি উদ্ধারের পর সন্ধ্যায় নন্দবালা ফরেস্ট ক্যাম্প সংলগ্ন বনে ছেড়ে দেয়া হয়েছে।
পূর্ব সুন্দরবনের চাদপাই ষ্টেশন কর্মকর্তা মো: কামরুল হাসান জানান, গত কয়েকদিন ধরে সুন্দরবনের বিশেষ করে বৈদ্যমারী এলাকায় দুইটি বাঘের আনাগোনা ব্যাপক হারে বেড়ে গেছে। ওই বাঘের তাড়া খেয়েই বিকেল সাড়ে ৪টার দিকে হরিণটি বন সংলগ্ন দুইটি খাল পার হয়ে লোকালয়ের বৈদ্যমারী বাজার সংলগ্ন মজিদ ব্যাপীর কাকড়ার হ্যাচারীতে ঢুকে পড়ে। এ সময় স্থানীয় লোকজন হরিণটিকে ধরে বেধে রেখে বন বিভাগের বৈদ্যমারী ও চাদপাই অফিসে খবর দেয়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে এসে হরিণটি উদ্ধার করে। পরে উদ্ধারকৃত হরিণটি বন বিভাগের নন্দবালা ফরেস্ট ক্যাম্প এলাকায় ছেড়ে দেয়া হয়। বন কর্মকর্তা কামরুল বলেন, মায়াবী এই হরিণটি আড়াই থেকে ৩ বছর বয়সের। লোকজনের দ্বারা হরিণের শরীরের কোথাও কোন ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয়দের সহায়তায় অক্ষত অবস্থায়ই হরিণটি পুনরায় বনে ছেড়ে দিতে পেরেছি।