মোংলা প্রতিনিধি : অস্ত্র, গুলিসহ মোংলায় একাধিক মামলার আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী নয়ন (২৮) কে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ সেপ্টেম্বর) রাতে শহরতলীর বাস টার্মিনাল এলাকা থেকে আটকের পর মঙ্গলবার সকালে তাকে বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। নয়ন শহরের কাইনমারী এলাকার বাসিন্দা মোঃ আজাদের ছেলে।
মোংলা থানার অফিসার ইনচার্জ মো: ইকবাল বাহার চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে নয়ন (২৮) কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ানশুটার গান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আটক নয়নের বিরুদ্ধে থানায় দুটি মাদক, একটি চাঁদাবাজি, একটি নারী নির্যাতন ও দুটি মারামারিসহ একাধিক মামলা রয়েছে বলে ওসি ইকবাল জানান।
নয়ন দীর্ঘদিন ধরে মোংলাসহ আশপাশ এলাকা জুড়ে রমরমা মাদক ব্যবসা ও ব্যাপক চাদাবাজী করে আসছিল বলেও পুলিশ জানায়। সে দীর্ঘদিন পৌর শ্রমিকলীগের এক নেতার ছত্রছায়ায় থেকে এসব অপকর্ম করে আসছে বলে তার এলাকার বাসিন্দারা জানিয়েছেন।