মোংলা (বাগেরহাট) প্রতিনিধিঃ মোংলায় এক গৃহবধু গণধর্ষণের শিকার হয়েছেন। পৌর শহরের কুমারখালীর শেরে বাংলা সড়ক এলাকার রুবেল ব্যাপারীর বসত ঘরে গত ১৭ এপ্রিল রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ব্যাপারে গত বৃহস্পতিবার রাতে মোংলা থানায় মামলা দায়ের শেষে ৩জনকে আটক করে শুক্রবার দিনে আদালতে প্রেরণ করেছে পুলিশ। ডাক্তারী পরীক্ষার জন্য ওই গৃহবধুকে বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মোংলা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী জানান, কুমারখালী এলাকার দুলাল নামে এক ব্যক্তি বিয়ের প্রলোভনে বিভিন্ন সময় উত্যক্ত করতো শহরতলীর তাহেরের মোড় এলাকার বিভিন্ন বাড়িতে ঝি’এর কাজ করা ২৬ বছরের ওই গৃহবধুকে। বিয়ের কথা বলে ঘটনার রাতে ওই গৃহবধুকে বন্ধু রুবেল ব্যাপারীর বাসায় ডেকে আনে দুলাল। সেখানে দুলালসহ থাকা অন্য বন্ধুরা মিলে তাকে পালাক্রমে ধর্ষণ করে। পরে এ ঘটনা স্বজনদের জানালে তাদের পরামর্শে বৃহস্পতিবার রাতে রুবেল ব্যাপারী, দুলাল শেখ, সোহেল জোমাদ্দার, রবিউল শেখ ও শুভ’কে আসামী করে ধর্ষিতা গৃহবধু মোংলা থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পর রাতেই রুবেল ব্যাপারী, দুলাল শেখ ও সোহেল জোমাদ্দারকে আটক করে পুলিশ। শুক্রবার দিনে আটক ধর্ষকদের জেল হাজতে পাঠানো হয়েছে এবং ধর্ষিতা গৃহবধুকে ডাক্তারী পরিক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।