মোংলা প্রতিনিধি : দর্শক নন্দিত বেসরকারী জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি’র বর্ষপূর্তিতে মোংলায় মাস্ক ও ফলজ গাছ বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির ১৯ বছরে পদার্পণ উপলক্ষে ৩ জুলাই শনিবার সকাল ১১টার দিকে পৌর শহরের কমিশনার সফিউল্লাহ সড়কে বিভিন্ন শ্রেণী পেশার ৫শ মানুষের মাঝে এনটিভির পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। সেই সাথে দুইটি করে আম ও কাঠাল গাছ রোপণের জন্য দেয়া হয়েছে মোংলা সরকারী কলেজ, পৌর বন্দর কবরস্থান, নেছারিয়া খানকা শরীফ ও সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা, কাইনমারী জামে মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে। মাস্ক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার, পৌর কোস্টগার্ড কন্টিনজেন্টের চীফ পেটি অফিসার আঃ বারী, মোংলা সরকারী কলেজের অধ্যক্ষ গোলাম সরোয়ার, প্রেসক্লাব সভাপতি মনিরুল হায়দার ইকবাল, সহ-সভাপতি জসিম উদ্দিন ও সাবেক সহ-সভাপতি নিজাম উদ্দিনসহ স্থানীয় সংবাদকর্মীরা।