আবু হোসাইন সুমন, মোংলা : মোংলায় ছাত্রদল নেতা মো: তারিক হোসেন শিমুলকে আটক করেছে পুলিশ। বুধবার ভোর রাতে উত্তর চাঁদপাই গ্রামের নিজ বাড়ী থেকে তাকে আটকের পর সকালেই বাগেরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী বলেন, তারিক হোসেন শিমুলের বিরুদ্ধে আগে থেকেই বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ রয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে বড় ধরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে এমন আশংকাতেই নাশকতার মামলায় ছাত্রদল নেতা শিমুলকে গ্রেফতার করেছে পুলিশ। গত ১৩ জানুয়ারী মোংলা থানার এসআই গৌতম হালদার বাদী হয়ে দায়েরকৃত সরকারকে উৎখাতে নাশকতার পরিকল্পনা মামলার অজ্ঞাত সন্দেহভাজন হিসেবে আসামী দেখানো হয়েছে তারিক হোসেন শিমুলকে। তারিক হোসেন শিমুলের বড় ভাই তানজীম হোসেন মুকুল বলেন, বুধবার ভোর রাতে পুলিশ এসে শিমুলকে নিয়ে যায়। ধারণা করছি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি’র রাজনীতি করায় হয়তো তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে ছাত্রদল নেতা তারিক হোসেন শিমুলকে গ্রেফতার করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পুলিশের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি ড. ফরিদুল ইসলাম। বিবৃতিতে তিনি আরো বলেন, পুলিশ মুলত চাদাবাজীর উদ্দেশ্যেই মিথ্যা নাশকতার মামলা দিয়ে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীকে হয়রানী এবং গ্রেফতার করছে। পুলিশের এ ধরণের আচরণ থেকে সরে এসে জনগণকে অহেতুক হয়রানী না করার জন্য আহবাণ জানান তিনি। এছাড়া তারিক হোসেন শিমুলকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন মোংলা উপজেলা বিএনপি’র সভাপতি মৃধা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মান্নান হাওলাদার, ছাত্রদল সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কাশেম।