মোংলা প্রতিনিধিঃ জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিগ্রস্থ মোংলার কলাতলা ও কেয়াবুনিয়া এলাকা পরিদর্শন করেছেন সুইডেন ভিত্তিক আন্তর্জাতিক দাতা সংস্থা সিডা, বেসরকারি উন্নয়ন সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন ও জেজেএস’র প্রতিনিধিত্বকারী কর্মকর্তারা। মঙ্গলবার সকালে ওই এলাকা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক দাতা সংস্থা সিডা’র কর্মকর্তা ইলভা, সিসিলিয়া, মানুষের জন্য ফাউন্ডেশন’র পরিচালক ড. শামীম ইমাম, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার সোমা দত্ত, ওয়াসিউর রহমান তন্ময়, জাকিয়া নাজনীন, জেজেএস’র নির্বাহি পরিচালক এ,টি,এম জাকির হোসেন ও প্রকল্প সমন্বয়কারী মোঃ নাসির উদ্দিন। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি ও ঝুঁকির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং উপজেলা ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন গ্রুপের সভাপতি মোঃ নূর আলম শেখ, চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন, গীতা হালদার, ইউপি সদস্য আব্দুল হালিম হাওলাদার। এ সময় বক্তারা পশুর নদীর ভাঙ্গন, লবণাক্ততা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, পরিবেশগত বিভিন্ন রোগ-ব্যাধির কথা তুলে ধরেন।