মোংলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

প্রকাশঃ ২০১৮-০৩-১০ - ১৮:১৪

আবু হোসাইন সুমন, মোংলা : মোংলা-রামপালের (বাগেরহাট-০৩) সংসদ সদস্য আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, ঝড়-জলোচ্ছাসসহ যে কোন ধরণের প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি থেকে এ এলাকাকে রক্ষার জন্য অবশ্যই সুন্দরবনকে আমাদের বাঁচাতে হবে। কারণ একমাত্র সুন্দরবনই ঝড়-বন্যার আঘাত ঢাল হিসেবে ঠেকিয়ে এখানকার মানুষকে দীর্ঘকাল ধরে আগলে রেখেছে। সুপার সিডরসহ বড় বড় দুর্যোগে বনের ক্ষয়ক্ষতি হলেও বিশেষ করে মোংলা এবং রামপাল এলাকায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি শুধুমাত্র বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন থাকার কারণে। সুন্দরবন বাচলে এ এলাকার মানুষ বাচবে। শনিবার সকালে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‌্যালী পরবর্তী আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন। তিনি আরো বলেন, ১৯৭২ সালের ১২ জানুয়ারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর দুর্যোগ থেকে উপকূলের মানুষের জান-মালের রক্ষায় মুজিব কেল্লা তৈরি করেছিলেন। আর বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দুর্যোগে মানুষকে নিরাপদে রাখার জন্য পুরো উপকূল জুড়ে নতুন নতুন সাইক্লোন শেল্টার নির্মাণ করে চলেছেন। মোংলা ও রাপমালসহ উপকূলীয় এলাকায় এখন চাহিদানুযায়ী পর্যাপ্ত সাইক্লোন শেল্টার রয়েছে। পর্যাপ্ত আশ্রয় কেন্দ্র ও সুন্দরবন থাকায় এ এলাকায় দুর্যোগে জান-মালের ক্ষয়ক্ষতির ঝুকি খুবই কম বললেই চলে। মোংলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে উপজেলা জাতীয় দুযোর্গ প্রস্তুতি দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, মোংলা সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব শেখ আব্দুস সালাম, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বাগেরহাট জেলা পরিষদ সদস্য মুক্তিযোদ্ধা শেখ আ: রহমান, মিঠাখালী ইউপি চেয়ারম্যান ও উপলো যুবলীগ সভাপতি মোঃ ই¯্রাফিল হাওলাদার, চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলাম, বুড়িরডাঙ্গা ইউপি চেয়ারম্যান নিখিল চন্দ্র রায় ও চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান অংশ নেয়।